Tuesday, September 13, 2016

সমর্পণ ( কবিতা ) [ এক ]


সমর্পণ  ( কবিতা )  [ এক ]



নিজ জীবনে চাই
ঈশ্বরে
সর্বাঙ্গীণ সমর্পণ ।

মন চলবে 
জ্ঞানের পথে ।

প্রাণ
সমর্পিত হবে
ভক্তিঅবনত চিত্তে ।

দেহশক্তি
সমর্পণ করবে
কঠোর কর্মের পথে ।


ঈশ্বরে সমর্পা জীবন
এনে দেবে
জীবনের
যথার্থ উত্তরণ ।

No comments:

Post a Comment