প্রেয়সীর পবিত্র প্রেম ।
বন্ধুর সৌখিন সখ্যতা ।
বান্ধবীর সঙ্গ ।
'এলে আসবেন '-এর
কঠিন আহ্বান ।
বাইশ থেকে
চল্লিশ বছরের জীবনের
নিষ্ফলা ফসল ।
চলমান ওষুধ ফেরিওয়ালার
ওসব আমোদ
থাকতে নেই !
আঠারো বছর ধরে
মাল বয়ে বয়ে
মুটে হয়ে গেছি !
ব্যক্তিসত্তা
স্বাতন্ত্রবোধ
শিক্ষা
চারিত্র্যঅভিমান
কুব্জ হতে হতে
ন্যুব্জদেহে
ফুটুরডুম ।
কপাল এবং ভবিষ্যৎ
মাটিতে শায়িত ।
পায়ের তলায়
ঝরে পড়া
শিউলির সুঠাম সৌন্দর্য
পিষে দিয়ে
ডলে দিলে
বুকের নির্যাস বেরিয়ে যায় !
হয়তো ওর চোখের
এবং মনের
অভিষ্যন্দের গতিবেগ
ছড়িয়ে ছিটিয়ে
পড়ে
এখানে ওখানে
আমার বিরহে
এবং বেদনায় ।
বন্ধুর সৌখিন সখ্যতা ।
বান্ধবীর সঙ্গ ।
'এলে আসবেন '-এর
কঠিন আহ্বান ।
বাইশ থেকে
চল্লিশ বছরের জীবনের
নিষ্ফলা ফসল ।
চলমান ওষুধ ফেরিওয়ালার
ওসব আমোদ
থাকতে নেই !
আঠারো বছর ধরে
মাল বয়ে বয়ে
মুটে হয়ে গেছি !
ব্যক্তিসত্তা
স্বাতন্ত্রবোধ
শিক্ষা
চারিত্র্যঅভিমান
কুব্জ হতে হতে
ন্যুব্জদেহে
ফুটুরডুম ।
কপাল এবং ভবিষ্যৎ
মাটিতে শায়িত ।
পায়ের তলায়
ঝরে পড়া
শিউলির সুঠাম সৌন্দর্য
পিষে দিয়ে
ডলে দিলে
বুকের নির্যাস বেরিয়ে যায় !
হয়তো ওর চোখের
এবং মনের
অভিষ্যন্দের গতিবেগ
ছড়িয়ে ছিটিয়ে
পড়ে
এখানে ওখানে
আমার বিরহে
এবং বেদনায় ।
No comments:
Post a Comment