Monday, September 5, 2016

সুন্দরীর সুন্দর মুখে

শাঁখের মতন
দু'হাতে তুলে নিয়ে
সুন্দরীর
সুন্দর মুখে
চুম্বন
ভরিয়ে দিলাম ।

তার
হৃদয় নিভৃতে

পুণ্য
মঙ্গলকর
শঙ্খ ধ্বনি

স্পন্দিত
কম্পিত
ধ্বনিত প্রতিধ্বনিত
হয়ে

বারে বারে
বেজে ওঠে ।

মন
প্রতিবারে
উচ্ছলতায় ভরিয়ে দিয়ে
নেচে ওঠে ।

No comments:

Post a Comment