Sunday, September 18, 2016

ব্রহ্ম ( দুই )

' ওঁ '
এই একাক্ষর রুপ
ব্রহ্ম।
ওঙ্কারের অর্থ
আত্মা।
ব্রহ্ম
হাত-পা বিশিষ্ট নন
চোখ  কান মাথা নেই
তবুও
সব কিছুই
ব্রহ্মের
প্রত্যক্ষ।
আমাদের মনের অবস্থানও
তিনি জানেন।


 ব্রহ্ম
জগতের সর্বত্র
ব্যাপ্ত।
সর্বজ্ঞ।
সর্ব প্রাচীন।
সূক্ষ্ম
সূক্ষ্মতর
সূক্ষ্মতমময়।

তিনি আত্মা।
তিনিই পরমাত্মা।
তিনি জ্ঞানের অতীত
অজ্ঞানেরও অতীত।

ব্রহ্মের
ঊর্ধ্বই মূল।
নিম্নে শাখাসমূহ।
মহত্তত্ত্ব
অহংকার
তন্মাত্রা  ইত্যাদি।
ঋক যজুঃ সামবেদ
তার পত্র।

ব্রহ্ম
বেদান্তের কর্তা। 

No comments:

Post a Comment