Saturday, September 24, 2016

চেতনতত্ত্বে লিঙ্গজ্ঞান

প্রকৃত পক্ষে
জীবআত্মাতে
নারী-পুরুষ
নপুংসক
বা অন্যান্য বিভিন্ন প্রকার
জীবের আত্মার
কোনো পার্থক্য নেই!

জড়েরও আত্মা আছে
তবে তা জড় আত্মা!
চেতন আত্মার  থেকে
তা সম্পূর্ণ পৃথক।

জড়ের পরমাণুতে
ইলেকট্রন
প্রোটন
নিউট্রন প্রভৃতি
আছে।

যাদের স্পন্দন
বা  সুপ্ত স্পন্দন
আছে।

ইলেকট্রনের
উপবৃত্তাকার
গতি আছে।
গতিপথ আছে।
সমমুখী ঘূর্ণন আছে।
বিপরীতমুখী
ঘূর্ণনও আছে।
ঋণাত্মক
আধান
আছে।

প্রোটনের
ধনাত্মক
আধান
আছে।

আবার
আধানহীন
নিউট্রনও
আছে।

জড়ের
আত্মা
যদি
না থাকে

তবে
পরমাণুকে
ক্রিয়াশীল
করছে কে?

ক্রিয়াশীল
রাখছে কে?

সে কি
তবে
ঈশ্বর?

তবে জানাই
আহ্বান

করতে হবে
ঈশ্বরতত্ত্বের
সত্যতার সন্ধান!

No comments:

Post a Comment