Tuesday, September 6, 2016

পরিবর্তন

সীমাবদ্ধ মন
কিন্তু মানবী অনেক
সিন্ধুতেই বিন্দু দেখি
বিন্দুতে কভু সিন্ধু নয় ।
তবু
মন মোর
অপসারী আলোকের মত
ছুঁয়ে ফেলে
অন্য কারো
অভিসারী
উৎসুক মন !


সীমাহীন মন ।
কিন্তু  মানবী কোথায় ?
বিন্দুতেই সিন্ধু চাই
সিন্ধুতে
কভু বিন্দু নয় !


তবু
মন মোর
অভিসারী
আলোকের মত


খুঁজে ফেরে
অন্য কারো
অভিসারিণী
অভিমানিনী
মন !

No comments:

Post a Comment