Friday, September 23, 2016

হিরণ্যগর্ভ (দুই )

সচ্চিতানন্দঘন ব্রহ্মের
চিৎ-তপস থেকে সৃষ্ট
এই বিশ্ব জগৎ।
চিত্তের স্থিতিশক্তি
সৃষ্টি শক্তি দ্বারা
ব্রহ্ম নিজেকে বিস্তার করেন।

ব্রহ্মের প্রথম সৃষ্ট জীব
সমষ্টিজীব।
তাই বিশ্বজীব।
বেদান্তের ভাষায়
তা হিরণ্যগর্ভ।

হিরণ্যগর্ভ
পঞ্চভূতের  সৃষ্ট হওয়ারও আগেই
সৃষ্ট হয়েছিলেন !

তাঁর তখনও
প্রাণসঞ্চার হয় নি !

তবে তিনি ছিলেন
পুরোপুরি আত্মা

কেবল আত্মাময় !

No comments:

Post a Comment