কিছু পতঙ্গ
এবং বাদুরের
ডানা থাকলেও
কেবল
পাখিদের ডানায়
পালক আছে!
পাখির ছোট বড় পালক
সাধারণভাবে
তাদের মাথায়
গলায়
পায়ের উপরের দিকে
মেরুদণ্ডের জায়গায়
পেটে
কোমরে
ডানায়
এবং ল্যাজ প্রভৃতি স্থানে
সুবিন্যস্তভাবে
সাজানো থাকে।
কখনো পালক
রঙহীন
সাদা।
কখনো
এক রঙা।
আবার
নানা বৈচিত্রময় রঙের বাহারেও
নানা জাতের পাখির
নানা ধরণের পালক
দেখতে পাওয়া যায়।
এবং বাদুরের
ডানা থাকলেও
কেবল
পাখিদের ডানায়
পালক আছে!
পাখির ছোট বড় পালক
সাধারণভাবে
তাদের মাথায়
গলায়
পায়ের উপরের দিকে
মেরুদণ্ডের জায়গায়
পেটে
কোমরে
ডানায়
এবং ল্যাজ প্রভৃতি স্থানে
সুবিন্যস্তভাবে
সাজানো থাকে।
কখনো পালক
রঙহীন
সাদা।
কখনো
এক রঙা।
আবার
নানা বৈচিত্রময় রঙের বাহারেও
নানা জাতের পাখির
নানা ধরণের পালক
দেখতে পাওয়া যায়।
No comments:
Post a Comment