Monday, September 19, 2016

পাখির পালক

কিছু পতঙ্গ
এবং বাদুরের
ডানা থাকলেও
কেবল
পাখিদের ডানায়
পালক আছে!

পাখির ছোট বড় পালক
সাধারণভাবে
তাদের মাথায় 
গলায়
পায়ের উপরের দিকে
মেরুদণ্ডের জায়গায়
পেটে
কোমরে
ডানায়
এবং ল্যাজ প্রভৃতি স্থানে
সুবিন্যস্তভাবে
সাজানো থাকে।

কখনো পালক
রঙহীন
সাদা।
কখনো
এক রঙা।
আবার
নানা বৈচিত্রময় রঙের বাহারেও
নানা জাতের পাখির 
নানা ধরণের পালক
দেখতে পাওয়া যায়।

No comments:

Post a Comment