Wednesday, September 14, 2016

আমার মৃত্যু

কু ল কু ণ্ড লি নী কে           জাগ্রত করে
আমার জীবাত্মা

প্রাণবায়ুকে
ক্রমান্বয়ে 
মূলাধার চক্রে
স্বাধিস্থান চক্রে
মণিপুর চক্রে
নিয়ে এসে

অনাহত চক্রে
বিশুদ্ধ চক্রে
আজ্ঞা চক্রে
নিয়ে আসবে ।


অবশেষে  মস্তকের সহস্রার মধ্যে দিয়ে
অধোমুখী সহস্রদলপদ্মের সান্নিধ্যে এসে
পরম করুণাময়
সতত মঙ্গলময়
সদাশিব মহাদেবের সাথে 
মিলিত হয়ে
মস্তকশীর্ষের
ব্রহ্মরন্ধ্র


যা  কিনা ব্রহ্মরন্ধ্রের কেন্দ্র
এবং   ব্রহ্মরন্ধ্রের  কেন্দ্রস্থিত ছিদ্র


ফাটিয়ে


রক্ত না ঝরিয়ে


ঊর্ধ্বস্বস্তিক বিন্দু দিয়ে



পরমাত্মায়
মিলিত করে দেবে। 

ব্রহ্মরন্ধ্র
জীবাত্মার
শাস্ত্রোক্ত
নির্গমণ পথ । 

No comments:

Post a Comment