Friday, September 9, 2016

ছড়া ( দশ )

শান্তিপুরে শান্তি আছে, বলবে নাকি কেউ ?
বলবে নাকি নেইকো সেথা, অশান্তির ঝড়-ঢেউ ?
উল্টোডাঙ্গা নামটি তো বেশ, আকাশ সেথা নীচে
বলতে পারো, তোমরা আমায়, কে ওটা দেখেছে ?
বলতে পারো, কোথায় হল, নতুন একটা দ্বীপ ?
খাতায় তুমি লিখে রাখো,  নামটা নবদ্বীপ !
ছোট্ট শহর কোনটা বল ?  যাচ্ছি ভুলে খালি
ভুলবে নাকো, জেনে রাখো, জায়গাটার নাম বালি !
বর্ধমান শহরটা কি,  বাড়ছে দিনে দিনে ?
বড়নগরটা সবার বড়, রাখো তুমি চিনে !
সব শহরেই মাটি আছে, কোন শহরে নয় ?
বলতো তবে মেদিনীপুরের অর্থ কি যে হয় ?
ফরাসডাঙ্গার ডাঙ্গাটা কি ফরাস দিয়ে ঢাকা ?
চিৎপুরের মানুষগুলো, চিৎকরে কি রাখা ?
সন্দেশ খালি পাবে  নাকি,  সন্দেশখালি গেলে ?
কাকদ্বীপে কাক ছাড়া কি, অন্য কিছু মেলে ?
কোন পাড়াটা সবার পাজি, জেনো পাজিপাড়া
আরাম পাবে, আরামবাগে, যদি যাও তোমরা !
 

No comments:

Post a Comment