পবিত্র প্রেমে কিন্তু দু'জনারই
অংশ গ্রহণের অঙ্গীকার ।
দুজনেরই এগোবার দায়
শতকরায় পঞ্চাশ পঞ্চাশ ।
একজন না এগোলে
নিষ্ক্রিয় থাকলে
স্বতঃস্পন্দিত না হলে
অন্যজন অনুভব পায় না !
প্রেমে
পবিত্রতা
মোক্ষতা
পরিপূর্ণতা
ফুটে ওঠে
কেবল উভয়ের
সক্রিয় পূর্ণসংসাধনের পারদর্শিতায় ।
কাজেই স্বেচ্ছামৃত না হয়ে থেকে
মর্মস্পর্শী হওয়া শিখতে হবে ।
হৃদয় ঝংকৃত না হলে
স্নায়ুতন্ত্রের তার জেগে ওঠে না ।
প্রেমের প্রকৃত সুখ আসে
দেহের ভেতর থেকে ।
দুজনার সার্থক প্রেম
সৃষ্টির প্রথম ক্রন্দনে
আকাশে বাতাসে ধ্বনিত হোক !
অংশ গ্রহণের অঙ্গীকার ।
দুজনেরই এগোবার দায়
শতকরায় পঞ্চাশ পঞ্চাশ ।
একজন না এগোলে
নিষ্ক্রিয় থাকলে
স্বতঃস্পন্দিত না হলে
অন্যজন অনুভব পায় না !
প্রেমে
পবিত্রতা
মোক্ষতা
পরিপূর্ণতা
ফুটে ওঠে
কেবল উভয়ের
সক্রিয় পূর্ণসংসাধনের পারদর্শিতায় ।
কাজেই স্বেচ্ছামৃত না হয়ে থেকে
মর্মস্পর্শী হওয়া শিখতে হবে ।
হৃদয় ঝংকৃত না হলে
স্নায়ুতন্ত্রের তার জেগে ওঠে না ।
প্রেমের প্রকৃত সুখ আসে
দেহের ভেতর থেকে ।
দুজনার সার্থক প্রেম
সৃষ্টির প্রথম ক্রন্দনে
আকাশে বাতাসে ধ্বনিত হোক !
No comments:
Post a Comment