Tuesday, September 27, 2016

চরণ বন্দনা

চরণ।
পা   পদ।

বন্দনা।
স্তব  স্তুতি।
প্রণামও।

চরণ বন্দনা
সামনে ঝুঁকে
দুই পায়ের পাতার ওপর
হাত দিয়ে ছুঁয়ে
আনত হয়ে হতে পারে

আবার অষ্ট অঙ্গের  সমন্বয়ে
সাষ্টাঙ্গ  প্রণামও
হতে  পারে

কিংবা    ভূমিতে  পড়ে
দণ্ডবৎ
সাষ্টাঙ্গ  প্রণামও
হতে  পারে!

চরণ কি
এমন  চর্চ্চার বিষয়
যে চরণ  বন্দনা
করতে  হবে?
অথচ  শাস্ত্রে
চরণ  বন্দনার
ভূরি  ভূরি
উল্লেখ  আছে!

চরণ বন্দনা
পাদপূজা।
পায়ের আরাধনা!

চরণ
মানব দেহের
কি এমন ঈশ্বরীয় অঙ্গ
যে তার  বন্দনা
পূজা   ইত্যাদি
করতে  হবে?
চরণামৃত নিতে হবে?
চরণে  নিজেকে
সমর্পণও
করতে হবে?

চরণামৃত

বিগ্রহ  ইত্যাদির
বা  পূজনীয় ব্যক্তির

পা-ধোয়া  জল!

No comments:

Post a Comment