Tuesday, September 6, 2016

ফল

তোমার বুকের বাঁধন থেকে
পর্শুকা শিলা খসিয়ে দেব ।


ওখানে বেলে মাটি
দোআঁশ মাটি
কাদামাটি
এঁটেল মাটি
নিয়ে এসে 
বীজতলা বানাবো ।


সূক্ষ্মবীজ
অঙ্কুরিত করে
চারা বানাবো ।

চারা বসাবো ।


নিড়ানি দিয়ে
মাটি উলটে পালটে
পচামাটির সার দেব ।


ভালোবাসার জন্ম দেব !



 ফুল ফুটবে ।
 ফল দেবে ।


সে ফুল আমি ফেলে দেব
ফল যত্ন করে রেখে দেব !

No comments:

Post a Comment