Saturday, October 1, 2016

বিধাতা

শ্রীরামচন্দ্রপ্রভু
তুচ্ছ মশককে
বিধাতা
করে দিতে পারেন
আর  বিধাতাকে
মশক  থেকেও
তুচ্ছ

আমরা  দেখি
অনেক  তুচ্ছ মশকও
আমাদের  বিধাতা হয়ে
আমাদের  মধ্যে
বিরাজ  করছেন!

আর
শ্রীরামচন্দ্রপ্রভুর
বিধাতাকে
মশক  থেকেও
তুচ্ছ  করা?

তবে  কি
বিধাতা
তাঁর  পূর্বজন্মের
অবাঞ্ছিত  কর্মফল

পুনর্জন্মে
ভোগ করবেন?



* সূত্র    ' শ্রীরামচরিতমানস ',-----গোস্বামী তুলসীদাস ।

No comments:

Post a Comment