ভালোবাসা
খুব ছোট্ট জিনিস।
নিঃসন্দেহে এটা
কোমল চাঁদের আলো।
ধমনীতে
রক্তসঞ্চলন বাড়ায়।
বুকের
ধুকপুকুনি বাড়ে।
গায়ে
জ্বর হয়।
কাউকে
জড়িয়ে ধরতে
ইচ্ছা করে।
গলারস্বর
ধরে আসে।
খুব ছোট্ট জিনিস।
নিঃসন্দেহে এটা
কোমল চাঁদের আলো।
ধমনীতে
রক্তসঞ্চলন বাড়ায়।
বুকের
ধুকপুকুনি বাড়ে।
গায়ে
জ্বর হয়।
কাউকে
জড়িয়ে ধরতে
ইচ্ছা করে।
গলারস্বর
ধরে আসে।
No comments:
Post a Comment