Saturday, October 1, 2016

ধ্রুপদী ( এক )


ধ্রুপদী (এক )



অমার  প্রস্তাবনায়
আমাদের নাট্য কাহিনির  শুরু।

উত্থান।
ঘটনার  ক্রমিক  আরোহণ।

চরম  উন্নতি।

কিছুক্ষণ !
হয়তো  বা  এসে গেল
সঙ্কটক্ষণ !

অবশেষে
করুণ পরিণতি !
ভেঙ্গে গেল
চিত্তের আকুতি !

কেবল মনে মনে
সঙ্গমের অনুভূতি !

বহির্দ্বারে পতন !

পরে
অবসাদে  অবরোহণ !

শেষ  পর্যায়ের
অবসান !

গদ্য কবিতায়
পেয়ে গেলাম
ছন্দ ধ্রুপদীর
জয়গান !

No comments:

Post a Comment