প্রতিবেশিনী
দারুণ দেখতে
গায়ের রঙ
কালো !
দেখতে
দারুণ ভালো।
কি সুন্দর মুখ
কি সুন্দর হাসি
আন্তরিকতার স্পর্শ
যেন
কতদিনের
কত ভালোবাসাবাসি !
প্রতিবেশিনী
দারুণ দেখতে
গায়ের রঙ
কালো।
বক্ষ আর নিতম্ব
রূপ অনুসারে
ভালো।
ব্যবহার তার
জুড়ি
মেলা ভার !
মেয়েটি ভালো
বড় ভালো !
বড্ড ভালো।
তবে গায়ের রঙ
ভালোই কালো !
No comments:
Post a Comment