Tuesday, November 8, 2016

জ্বলে পুড়ে খাক

জ্বলে পুড়ে খাক


বয়স হয়েছে
এখন আর 
বাইরে বেরুতে
পারি না।
তবু
মহাতীর্থের মহাশ্মশানে
যাব।
ওখানে জ্বলে পুড়ে
খাক হয়ে যাবো !

No comments:

Post a Comment