Saturday, November 5, 2016

আহার

আহার


জগতের
সর্বপ্রধান ভোগ
আহার।
আহারও
ভোগ !
আহার-এ
আহার তৃপ্তি আনে।
শরীরের
উপকার হয়।
 
আহার-এ
চিন্তা
ব্যস্ততা
উৎকণ্ঠা
এসব ত্যাগ করতে হয়।
সময় দিয়ে
ঠিক মত
চিবিয়ে
খেতে হয়।
না হলে 
আহার-এ
ব্যাঘাত জন্মে।
তখন
সেটা আর আহার থাকে না !
ওতে
তৃপ্তিও
নেই।
সেটা একটা 
নিত্য অভ্যস্থ কাজ
হয়ে দাঁড়ায়।
 
তাই করি !
সরি ! 


* সূত্র : 'সাধন সমর', পৃষ্ঠা ৩৫।

No comments:

Post a Comment