Wednesday, November 9, 2016

কলা ( দুই )

কলা


কলা
কলা ফল।
কদলী ফল।

আমাদের
বুড়ো আঙ্গুলও
কলা।
বুড়ো আঙ্গুল
দেখানোও
কলা দেখানো।
ওটা
ফেসবুকের
'কলা'-সংস্কৃতি !
ঐ সংস্কৃতি
ট্যুইটারেও
ব্লগ-এও
সংক্রামিত
হয়েছে !

কলা নাকি
পুরুষ চিহ্ন !
আমাদের
নারীরা
পাকা কলা
খোসা ছাড়িয়ে
কলাটা ভেঙ্গে
অথবা
কলার গায়ে 
বুড়ো আঙ্গুল দিয়ে
বড় গর্ত করে
খান !
ওটা ভাঙ্গারই
নামান্তর।
পুরুষ চিহ্নটি
গোটা
মুখা দেন
না !

কলাতে
হেয়তা
পরিহাসতা
অশ্লীলতা
ব্যর্থতা প্রভৃতি
গৌণ অর্থও
হয়।

কিছু
না করতে পারাও
কলা !

কলাপোড়া
খাওয়ার
কথা বলে
গালি 
দেওয়া যায়।
অবিশ্যি
ওটা
কাঁচকলার ক্ষেত্রেই
প্রযোজ্য।

কলা
অনেক সময়
কিছুই নয়।
যেমন
অশ্বডিম্ব
বা ঘোড়ার ডিম !

কলা মোচা
এক ধরণের
ধান।
এক সময়ে
ছিল।
এখন নিশ্চিতভাবে
নেই !


* সুত্র : 'বঙ্গীয় শব্দকোষ'।

No comments:

Post a Comment