Thursday, November 10, 2016

পঞ্চত্ব

পঞ্চত্ব


পঞ্চত্ব !

প্রথমে 
পঞ্চভূতে পরিণত।

ক্ষিতি অপ্ তেজঃ মরুৎ ব্যোম
এই পাঁচ পদার্থে।

পরে আরো সূক্ষ্মতায়
পঞ্চ তন্মাত্রে নীত।

সেগুলো
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ।

তারপরে?

তারপরে ঐগুলি
কারণের করণসত্তায়
গৃহীত।

ফের পুনর্জন্মে
ঐগুলি প্রস্ফুটিত !

No comments:

Post a Comment