Saturday, August 18, 2018

সঙ্কল্প


সঙ্কল্প


আমাদের সঙ্কল্প হয় মনে।
কিন্তু বিবেকের সঠিক ধারণা
না থাকার কারণে
মনের সাথেই 
সঙ্কল্পের তাদাত্ম্য আছে বলে
মেনে নেওয়া হয় !
তখন সঙ্কল্প
নিজের বলেই মনে করা হয় !
ওটা যেন জলপদ্ম-বনে কচুরিপানা !





তথ্যসূত্র :
'তত্ত্বজ্ঞান কি করে হবে ?'
পৃষ্ঠা ৬০।
গীতা প্রেস।
গোরক্ষপুর।
পিন ২৭৩০০৫।
ভারত।

No comments:

Post a Comment