শাস্ত্রের কথা ( দুই )
নিঃস্বার্থ ভাবে
অপরের কল্যাণের জন্য
সকল কর্ম করা
'কর্মযোগ' !
আমি নিজে কিছুই করি না
কেবল 'গুণ'ই
গুণের মধ্যে আবর্তিত হচ্ছে
এই রকম ভাবনা 'জ্ঞানযোগ' !
কেবল ভগবানের প্রসন্নতার জন্য
ভালোবেসে
আমার সকল কাজ করা
'ভক্তিযোগ' !
ঐ সব ছেড়ে-ছুঁড়ে
কেবল নিজের জন্য
কাজ করা
হলো
জন্ম-মৃত্যু ও
পাপ-পুণ্য যোগ !
যা অনন্তকাল ব্যাপী
বিস্তৃত !
No comments:
Post a Comment