মাসের দুই পক্ষে আলোক ও অন্ধকার পরিমাণে একই থাকে
মাসের
দুই পক্ষে
আলোক ও অন্ধকার
পরিমাণে একই থাকে !
একটিতে
চন্দ্রকলার বৃদ্ধিকাল !
সেটি
শুক্লপক্ষ !
অন্যটিতে
চন্দ্রকলার হ্রাসকাল !
সেটি
কৃষ্ণপক্ষ !
শুক্লপক্ষে
সুযশ !
কৃষ্ণপক্ষে
অপযশ !
* সূত্র : শ্রীমদ্গোস্বামী তুলসীদাসবাবাজী বিরচিত শ্রীরামচরিতমানস ( তুসলীদাসী রামায়ণ ) , গীতাপ্রেস, গোরক্ষপুর, ভারত, পিন ২৭৩০০৫, পৃষ্ঠা ১৫।
No comments:
Post a Comment