উপনিষদে সূর্য
আমাদের শরীরে
যে জঠরাগ্নি আছে
তা সূর্যের অংশ
অর্থাৎ সূর্যই !
আমাদের প্রাণ
অর্থাৎ
প্রাণ
অপান
ব্যান
উদান
সমান
এই পাঁচ রূপে
বিভক্ত।
সেগুলোও
সূর্যের অংশ।
অর্থাৎ সেগুলোও
সূর্ষ।
*সূত্র : 'প্রশ্নোপনিষদ্', পৃষ্ঠা ১৪৪। গীতা প্রেস, গোরক্ষপুর, পিন ২৭৩০০৫, উত্তর প্রদেশ, ভারত।
No comments:
Post a Comment