#
যোগক্রিয়াসাধন সাধনা শ্রদ্ধা মেধা শুদ্ধবুদ্ধি ও সত্যজ্ঞান
#
প্রাতঃকালীন সূর্যকিরণের প্রভাবে
মধ্যাহ্নকালীন সূর্যকিরণের সাহায্যে
সূর্যাস্তের সময়ের সূর্যকিরণের সংস্পর্শে
এমন কি রাতের চাঁদ এবং তারাদের আলোকপ্রতিভাতে
কিংবা নিভৃতে প্রদীপের মৃদু আলোতেও
আমাদের জীবনের অঙ্গাঙ্গি যোগক্রিয়াসাধন !
#
সাধনা এবং শ্রদ্ধা তাতে জাগরিত হয় !
সঙ্গে রাখতে হয় মেধা এবং শুদ্ধবুদ্ধি !
বৈদিককর্মের প্রতি বৈদিকধর্মের প্রতি শ্রদ্ধা
অন্ধবিশ্বাস নয় !
শ্রদ্ধা শ্রত্ + ধা
সত্যকে ধারণ করা !
#
সত্যজ্ঞান দ্বারা শুদ্ধবুদ্ধির উদয় হয় !
তবে তার সম্পূর্ণতা
নিজের মধ্যে ধারণ করতে
ও তা ধরে রাখার কৌশল জানা চাই !
সত্যকে অস্বীকার না করাই শ্রদ্ধা !
শ্রদ্ধা ও মেধা দুটোরই আমাদের যুগপৎ প্রয়োজন !
#
#
No comments:
Post a Comment