অসুর কারা ?
#
প্রণব কুমার কুণ্ডু
#
অসুর কারা ?
#
অসুর তারা
যারা প্রবৃ্ত্তির
নিবৃত্তি জানে না !
#
যাদের বাইরের
এবং অভ্যন্তরের
শুচি নেই !
#
সেই নেই শুচির
শুদ্ধি করার
চেষ্টাও নেই !
#
অসুরের
সদাচার
নেই !
#
অসুর প্রয়োজনে
মিথ্যা ভাষণে
অভ্যস্ত !
#
অসুর
দেবশত্রু
মহাবল জাতি !
#
অসুর
আসুরিক কর্মে
খাঁটি !
#
স্ত্রীঅসুর
অসুরী !
তারাও সুন্দরী !
#
বিয়ে হলে
অসুরের বাড়িই
তার বাড়ি !
#
অসুর
সুরবিরোধী
দৈত্য দানব !
#
ময়দানবও
অসুর
তবে সাত্ত্বিক অসুর !
#
মানব অসুরেরা কিন্তু
মানুষের চেয়েও
অপকৃষ্ট !
#
No comments:
Post a Comment