Monday, July 28, 2025

ভগবান শিব [ ২ ]


ভগবান শিব

#

প্রণব কুমার কুণ্ডু

#



কথা ছিল ভগবান শিবই সমস্ত প্রজা সৃষ্টি করবেন

কিন্তু ঘটনা পরম্পরায় ব্রহ্মা প্রজাসকল সৃষ্টি করলেন !

তাতে বীতশ্রদ্ধ হয়ে ভগবান শিব

তাঁর লিঙ্গ মাটিতে প্রথিত করলেন !

সেই লিঙ্গই বিশ্বের নানান প্রান্তে আধার সহ

লিঙ্গবেদী হিসাবে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো !

সেই ভগবান শিবই দেবদেব মহাদেব !

ভগবান দেবদেব মহাদেবই

সর্বভূতের আদি মধ্য ও অন্তস্বরূপ !

তাঁর প্রভাবেই এই জগতের সকল কার্য

সুসম্পন্ন হয় !

##

No comments:

Post a Comment