Sunday, November 2, 2025

হত্যা


হত্যা

#

হত্যা !

হনন

বধ

খুন।

যেখানে রয়েছে

হিংসা।

#

হত্যা।

আত্মহত্যা।

গোহত্যা।

ব্রহ্মহত্যা।

ভ্রুণহত্যা।

স্বামীহত্যা।

স্ত্রীহত্যা।

#

হত্যাকারীকে হত্যা।

শূদ্রহত্যা।

শূদ্রহত্যার জন্য 

যজ্ঞ।

#

হত্যাকাণ্ডে

হত্যাকারী।

হত্যাশালা।

#

হত্যা

অরণ্যের মাঝে।

হত্যা

কাঠুরিয়াদের

ঠাটে।

হত্যা লোকালয়ে।

হত্যা

বিহঙ্গের নীড়ে।

হত্যা

কীটের গহ্বরে !

#

হত্যা জীবিকার তরে

হত্যা খেলাচ্ছলে !

হত্যা অকারণে !

হত্যা

অনিচ্ছার বশে।

হত্যা চলেছে

নিখিলবিশ্বহত্যার তাণ্ডবে !

#

আবার 'হত্যা' চলেছে

দেবমন্দিরে

ধরনার নামে

আকছার !

#

প্রণব কুমার কুণ্ডু


No comments:

Post a Comment