Sunday, September 6, 2015

ধ্বনি

আমার ধ্বনি কবিতা
ধ্বনিতে
ধ্বনিত
শব্দের
স্বাভাবিক সহজ
বোধের দ্যোতক
ব্যঙ্গ্যার্থেও
গভীর অন্তর্নিহিত
অর্থবোধক
মনের তৃপ্তির
সহায়ক

ধ্বনি কবিতায়
ধ্বনিতে ধোনিতত্ত্ব
ধ্বনির বিন্যাস
বিস্তিৃতি বিস্তার
ফোনেটিকস্
ধ্বনি বিদ্যায় ধ্বনিবিদ্

ধ্বনি পরিবর্তন
উচ্চারণে
উঁচু নিচু আন্দোলন
শব্দের মূল ধ্বনির
বিবর্তন
বিবর্ধন
অবদমন

ধ্বনি বিজ্ঞানে
বাগ‌্ধ্বনির
বৈজ্ঞানিক অনুসন্ধান
বিশ্লেষণ
এবং ধ্বনিমাধুর্য্যের
অন্বেষণ

আমার ধ্বনি কবিতার
ধ্বনি রেখা
শব্দের আঘাতে আঘাতে
বাতাসে ভেসে ভেসে
আলোড়ন তোলে
মনে ঘূর্ণিঝড়ে
নিনাদিত হয় ।

আমার
ধ্বনিমূলক
ধ্বনি কবিতা
শব্দের অনুকারে
অলংকারে
সমৃদ্ধ ।
অনোম্যাটোপিইক্
ধ্বনিআত্মক ।

 


 


No comments:

Post a Comment