তোমার
দুচোখ জুড়ে
জল ।
জলের জোয়ার l
টাটকা
লবণাক্ত জল ।
এ জলে
লাইসোজোম
থাকে ।
এ জলের
স্বাদ
আলাদা
ঈষৎ গরম ।
ফোঁটায়
মুক্তার ঝালর ।
বুকের উষ্ণতার
গন্ধ
ধরা পড়ে ।
চোখের
জল
জামা কাপড়ে
দাগ
ধরায় না
লবণাক্ত জল ।
এ জলে
লাইসোজোম
থাকে ।
এ জলের
স্বাদ
আলাদা
ঈষৎ গরম ।
ফোঁটায়
মুক্তার ঝালর ।
বুকের উষ্ণতার
গন্ধ
ধরা পড়ে ।
চোখের
জল
জামা কাপড়ে
দাগ
ধরায় না
মন ভিজিয়ে
ভিজেমাটি
করে দেয় ।
চোখের জলে
কোন
দুর্গন্ধ
থাকে
না ।
অবিরত
বিকশিত
বেলিফুলের
সৌন্দর্যে
ভরপুর ।
ভিজেমাটি
করে দেয় ।
চোখের জলে
কোন
দুর্গন্ধ
থাকে
না ।
অবিরত
বিকশিত
বেলিফুলের
সৌন্দর্যে
ভরপুর ।
No comments:
Post a Comment