Sunday, September 27, 2015

ক্ষণ

কালের ক্ষুদ্রতম ভাগ
ক্ষণ।
যার থেকে ক্ষুদ্র
আর ভাগ হয় না।

প্রতি ক্ষণ প্রতিক্ষণ জুড়ে
কালের নিরবচ্ছিন্ন
ধারাবাহিকতা।

ক্ষণ চির অস্থির।
এক ক্ষণ নষ্ট হলে
অন্য ক্ষণের জন্ম শুরু।

দুটি ক্ষণ
কখনো এক সাথে
সহবন্দি হয়ে থাকে না।
এক হয় না।

আবার দুটি ক্ষণের মাঝে
কোন ব্যবধানও নেই!

ক্ষণে ক্ষণে ক্ষণেক্ষণে
অনুবর্তন,চিরন্তন!

No comments:

Post a Comment