Sunday, September 27, 2015

গ্রীষ্মের দুপুর (দুই )

দুপুরে রাস্তায় ফেরিওয়ালা নেই, নেই পথচারী
দুটো কুকুর ধুঁকে ধুঁকে হেঁটে চলে যায়;
গাড়ির টায়ার ছবি এঁকেছে পিচগলা রাস্তায়
পানীয়জলের সংক্রমণে কলেরা মহামারী!

ক্লান্ত কাক স্নান সারে জমা জলের গর্তে
ডাকপিয়ন চিঠি হাতে বাড়ি বাড়ি ঘোরে;
ঘরেতে রুগিটি আজ রয়েছে বেঘোরে-
শরীর জুড়ায় ডাবের জল,আটটাকার পরিবর্তে!

আকাশে একফোঁটা মেঘ নেই,শুধু হাঁড়ি হাঁড়ি রোদ্দুর
শরীরে ঘাম আর ঘামাচি,অস্বস্তিকর জ্বালা ধরায়;
শীতল পাটিতে শুয়ে ছেলেবুড়ো করে 'হায়' 'হায়'
বিকেল হলেই খোঁজে শীতল পুকুর!

No comments:

Post a Comment