গোলাপায়রা দুটো আলসে বসে
একটা কাক এরিয়ালের তারে
হাত নাড়িয়েই মিথ্যা ছুঁড়ি ঢিল
উড়তে গিয়ে উড়ল নাতো, আরে !
সকালবেলা ঠাণ্ডা পড়ে ভীষণ
ছাতে বসে যায়নাকো আর পড়া
টুকুসোনা খাটের ওপর বসে
পা দুলিয়ে বলছে কেমন ছড়া !
বেড়ালছানা দুষ্টুমি তার ভুলে
চুপটি করে রোদ পোয়াবে বুঝি
দুষ্টু স্বপন খাবার ঘরে গিয়ে
চায়ের সাথে চিবোয় রুটি-সুজি !
বেশিদূর যায়না এখন দেখা
কুয়াশায় আবছা পথের বাঁক
কভু আর পাইনা ভুলেও দেখা
আকাশে সেই সাদা বকের ঝাঁক !
একটা কাক এরিয়ালের তারে
হাত নাড়িয়েই মিথ্যা ছুঁড়ি ঢিল
উড়তে গিয়ে উড়ল নাতো, আরে !
সকালবেলা ঠাণ্ডা পড়ে ভীষণ
ছাতে বসে যায়নাকো আর পড়া
টুকুসোনা খাটের ওপর বসে
পা দুলিয়ে বলছে কেমন ছড়া !
বেড়ালছানা দুষ্টুমি তার ভুলে
চুপটি করে রোদ পোয়াবে বুঝি
দুষ্টু স্বপন খাবার ঘরে গিয়ে
চায়ের সাথে চিবোয় রুটি-সুজি !
বেশিদূর যায়না এখন দেখা
কুয়াশায় আবছা পথের বাঁক
কভু আর পাইনা ভুলেও দেখা
আকাশে সেই সাদা বকের ঝাঁক !
No comments:
Post a Comment