Monday, September 21, 2015

শরৎকাল

আকাশে আর জলভরা মেঘ নেই
ছিঁচকাঁদুনে কান্নাটুকুও থেমেছে
দলে দলে পাখি নীল শূন্যে উড়ে
সোনাঝরা রোদে হুটোপাটি করে ঘেমেছে !

প্রকৃতিটা আজ মুক্তার মত জ্বলজ্বলে
বাতাস ভরেছে শিউলি ফুলের গন্ধে
প্রজাপতি,মথ,মৌমাছি দলে দলে
নেচে নেচে যায়,অপরূপ কত ছন্দে !

মাঠের ধানের সবুজাভ হল সোনালি
শরৎকালের সোনার রোদের স্পর্শে
বাতাসে লেগেছে শিরশিরানির ছোঁয়া
চাষিদের মুখ ভরেছে মধুর হর্ষে !

No comments:

Post a Comment