Tuesday, September 29, 2015

ঝরনা

সোনাঝরা মেয়ে এক ঝরনা
তির বেগে ছুটে বলে, 'ধরনা' !
            চোখের পলকে
           দূরে গিয়ে ডাকে
সোনাঝরা মেয়ে , সেই ঝরনা
আমারে বলে, 'মোরে ধরনা' !

আমার সমুখে,উচ্ছল ফেনিলে
    কত কি খেলা খেলিলে
    চপল বালিকার মত
   কথা কয়ে অবিরত !
কাছে থেকে ছুটে গেলে দূরে
নচিলে বাতাসে ঘুরে ঘুরে !

রুপোলি জল তার দেহের রঙ
লাজে মরি দেখে তার ঢঙ !
লাজ নাই, লাজ নাই একটু
ছুটে চলে চঞ্চলা দুষ্টু !
উচ্ছ্বাসে হাসি হাসে বারবার
নয় সে,  নয় সে, হারবার !

পাহাড়ের সাথে তার সখ্য
পাহাড়েই ঘসে তার বক্ষ !
তবু পিছ ফিরে চায়
স্বভাব-সুন্দরী তায় !
বিস্ময়ে চেয়ে থাকি, আমিও
'তোমারে ভালো লাগে, জানিও !

 

No comments:

Post a Comment