গঙ্গামায়ের সন্ধ্যাআরতি।
ধুনুচির লাল টকটকে আগুনার শিখা
লিকলিকে হয়ে সবেগে ঊর্ধ্বগামী।
পূজার কাঁসর ঘন্টার ধ্বনি
সমস্বরে গঙ্গামায়ের জয়ধ্বনি।
জ্বলন্ত দীপ ধূপকাঠি
ফুল ফুলমালায় সজ্জিত
ডোঙ্গার দলবদ্ধভাবে
ভেসে ভেসে চলা
গঙ্গার কাটাখালের জলরাশির স্রোতে।
অপার্থিব দৃশ্যের অবতারণা !
বাঁধানো সিঁড়ির চত্বরে বসে।
জীবনের প্রবহমানতায়
প্রবাহিত হতে থাকি।
বসে বসে শুধু ভাবি
ভেবে যাই--
ভাবনার যতিচিহ্ন নাই !
ধুনুচির লাল টকটকে আগুনার শিখা
লিকলিকে হয়ে সবেগে ঊর্ধ্বগামী।
পূজার কাঁসর ঘন্টার ধ্বনি
সমস্বরে গঙ্গামায়ের জয়ধ্বনি।
জ্বলন্ত দীপ ধূপকাঠি
ফুল ফুলমালায় সজ্জিত
ডোঙ্গার দলবদ্ধভাবে
ভেসে ভেসে চলা
গঙ্গার কাটাখালের জলরাশির স্রোতে।
অপার্থিব দৃশ্যের অবতারণা !
বাঁধানো সিঁড়ির চত্বরে বসে।
জীবনের প্রবহমানতায়
প্রবাহিত হতে থাকি।
বসে বসে শুধু ভাবি
ভেবে যাই--
ভাবনার যতিচিহ্ন নাই !
No comments:
Post a Comment