Friday, September 25, 2015

সত্ত্ব-রজঃ-তমঃ

সত্ত্বগুণ যথার্থই সাত্ত্বিক ভাবাপন্ন।

নির্মল নির্বিকার নিরহংকারী
ফলাকাঙ্ক্ষাহীন
নিষ্কাম
চৈতন্য এবং জ্ঞানস্পৃহায় উন্মুখ।

সত্ত্বগুণ ত্রিগুণের শ্রেষ্ঠতম গুণ।

বর্ধিত সত্ত্বগুণ অবস্থায়
দেহ রাখলে
মানুষ উত্তম লোকে চলে যায়।

ফিরে এলে-
স্বাত্ত্বিক স্থিতিতে ফিরে আসে।

তৃষ্ণা আর আসক্তি বৃদ্ধিকারী
রজোগুণ

সত্ত্বরজঃতমঃ
প্রকৃতির এই তিনগুণের মধ্যের
মধ্যমটি।

রজোগুণ
প্রেম অনুরাগ ভোগ ক্রোধ
কর্মপ্রবৃত্তি অর্থসংগ্রহ বিষয়স্পৃহা
বাড়িয়ে তোলে।

বর্ধিত  রজোগুণ অবস্থায়
মৃত্যু হলে


মানুষ পুনরায়
মনুষ্যযোনিতেই
জন্মলাভ করে।

তমোগুণ
মানুষের মো্হপ্রাপ্তি ঘটায়।
প্রমাদ আলস্য নিদ্রাস্পৃহা
বদ্ধ করে ফেলে।

তমোগুণ প্রকৃতির তৃতীয় গুণ।
তবে তিনগুণের মধ্যে
নিকৃষ্টতম গুণ।

বর্ধিত তমোগুণে মৃত্যু ঘটলে
মানুষ মনুষ্যতর যোনিতে
নিক্ষেপিত হয়।

তবে
শাস্ত্রমতে
এতে বিবাদ বিসংবাদ
মতানৈক্য
আছে!

অনেকে বলেন
মানুষ মনুষ্যযোনি ছাড়া
অন্যকোন যোনিতে
জন্মগ্রহণ
করে না !


No comments:

Post a Comment