Sunday, September 20, 2015

পরমাত্মা

তুমি
সৎ এবং অসৎ
দুইই হতে পার।

তুমি সৎও হতে পার
অবার অসৎও।

বলতে গেলে
তুমি
সৎও নও
অসৎও নও।
সৎ অসৎ-এর
অতীত।

তুমি পরম ব্রহ্ম
পরম পুরুষ
পরম আত্মা

পরমাত্মা।

No comments:

Post a Comment