Sunday, September 20, 2015

ভগবান ( তিন )

আমাদের শরীর রক্ত মাংস
মজ্জা দিয়ে গড়া।

ঈশ্বরের শরীর অনাময়
তা রোগভোগের বিকার শূন্য
আর সর্বদা সুস্থ সবল।

আমদের জন্ম
সুখদুঃখ ভোগ করার জন্য

কিন্তু ঈশ্বর
প্রকটিত হন
সাধুদের পরিত্রাণের ইচ্ছায়
দুষ্টের দমনের জন্য
এবং ধর্ম পুনরায় সংস্থাপনের জন্য।

আমাদের জন্মমৃত্যু হয়
আর মুক্ত হয়ে গেলে
আর জন্মমৃত্যুর
পাকচক্রে পড়তে হয় না।

প্রকটিত ঈশ্বরের অবতরণ হয়
আর হয় তাঁর অবতারের তিরোভাব।

ভগবানের শারীরিক ধাতু
চিন্ময় এবং দিব্য
তা প্রাকৃতিক নয়
আসলে দেখতে মানুষের মত
অথচ তা আশ্চর্য
অভাবনীয় তাঁর নরলীলা।

No comments:

Post a Comment