Monday, September 28, 2015

বিশ্বরূপ

গীতায় ভগবান শ্রীকৃষ্ণ
ও মানবশ্রেষ্ঠ অর্জুনের
কথাবার্তা অদ্ভুত।

ভগবানের বিরাট রূপ
তারও বেশি--
অত্যন্ত অদ্ভুত।

শ্রীকৃষ্ণভগবান কৃপা করে
অর্জুনকে দিব্যদৃষ্টি দান করে
বিশ্বরূপ দেখিয়েছিলেন।

উপলব্ধি করিয়েছিলেন।

সঞ্জয়ও মহর্ষিব্যাসদেবের কৃপায়
দিব্যদৃষ্টি
লাভ করে

সেই একই বিশ্বরূপ দেখেছেন

কুরুক্ষেত্রে কৌরব-পাণ্ডবদের যুদ্ধের
সম্পূর্ণ সবিশেষ ঘটনাপ্রবাহ
দেখতে পেরেছেন

কথোপকথন শুনতে পেরেছেন

সৈন্যসামন্তদের মনের ভাবও
জানতে বুঝতে পেরেছেন।


সঞ্জয় দশদিন ধরে
যুদ্ধক্ষেত্রে ছিলেন।

সেই যুদ্ধের সব কথা
সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছেন
ধৃতরাষ্ট্রের সব প্রশ্নের
জবাব দিয়েছেন।

রামঅবতারে
 ভগবানশ্রীরাম
মাতা কৌশল্যাকে
বিশ্বরূপ দেখিয়েছেন।

কৃষ্ণঅবতারে
ভগবানশ্রীকৃষ্ণ
মাতা যশোদাকে
বিরাটরূপ দেখিয়েছেন।

আবার কৌরব সভায়
ভগবানশ্রীকৃষ্ণ
দুর্যোধন প্রভৃতিদের
বিরাটরূপ দেখিয়েছেন।

তবে উভয় পক্ষের
সেনা-সেনানীদের
 সংহারের
বীভৎস ব্যাপারটা

শুধু গীতাতেই আছে !

সঞ্জয়
'গবল্যণ'  নামক
শূদ্র বংশ জাত।

তিনি মুনিগণের মত জ্ঞানবান
ধর্মাত্মা
এবং ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিলেন।



No comments:

Post a Comment