দিগন্তে অস্তগামী সূর্যের কিরণ-ফোয়ারা
উড়ু উড়ু মেঘের সাথে মিশে গিয়ে হল আত্মহারা
তাহারি কোল ঘেঁসে যায় ভেসে বকের শ্রেণি
দিনান্তের আলোটুকুর লোভে তাদের কাতর চাউনি!
শীর্ণগ্রীবা সম্মুখে বাড়ায়ে পাখনায় বায়ু কেটে
আলোক-সন্ধানী বকের শ্রেণি আলোর পানেতে ছোটে!
মধ্যাহ্নের প্রখর সূর্য দিনান্তে স্তিমিত প্রদীপ
তাই দেখে ঘরে জ্বলে ওঠে সন্ধ্যার দীপ।
চঞ্চল বায়ুর ঘায়ে শিখা তার কাঁপায় নাড়ায়
বিষণ্ণে বিদায়ের বাণী ইশারায় রবিরে জানায়!
দূর হতে ছুঁড়ে দেয় রবি তার প্রীতির আবির
নিবু নিবু নিবন্ত প্রদীপের দিকে
তাই দেখে মুখ তুলে চেয়ে রয়
ঘরের প্রদীপ নীরব নিভৃতে।
উড়ু উড়ু মেঘের সাথে মিশে গিয়ে হল আত্মহারা
তাহারি কোল ঘেঁসে যায় ভেসে বকের শ্রেণি
দিনান্তের আলোটুকুর লোভে তাদের কাতর চাউনি!
শীর্ণগ্রীবা সম্মুখে বাড়ায়ে পাখনায় বায়ু কেটে
আলোক-সন্ধানী বকের শ্রেণি আলোর পানেতে ছোটে!
মধ্যাহ্নের প্রখর সূর্য দিনান্তে স্তিমিত প্রদীপ
তাই দেখে ঘরে জ্বলে ওঠে সন্ধ্যার দীপ।
চঞ্চল বায়ুর ঘায়ে শিখা তার কাঁপায় নাড়ায়
বিষণ্ণে বিদায়ের বাণী ইশারায় রবিরে জানায়!
দূর হতে ছুঁড়ে দেয় রবি তার প্রীতির আবির
নিবু নিবু নিবন্ত প্রদীপের দিকে
তাই দেখে মুখ তুলে চেয়ে রয়
ঘরের প্রদীপ নীরব নিভৃতে।
No comments:
Post a Comment