Tuesday, September 22, 2015

সন্ধ্যায়

কাপড়টা  ছেড়ে নিলেন মা
সন্ধ্যাবেলায়
পড়লেন একটা গরদ
টকটকে লালপেড়ে
অাঁচলটা ঘুরিয়ে রাখলেন
কাঁধের ওপরে
তার প্রান্তে বাঁধা আছে
চাবির গোছা।

ঠাকুরঘর
একেবারে পরিপাটি করে
                  পোঁছা।

খানিকক্ষণ আগেই
দিদি
 তা করে রেখেছে
গঙ্গাজল ছিটিয়ে।

মা
আসন পেতে বসলেন
ঠাকুরের সামনে।
ঠুকেঠুকে
 দেশলাই-এর কাঠি জ্বাললেন।
পিলসুজের ওপরের প্রদীপটায়
শিখা দিলেন।

মা
প্রণাম করলেন
মাটিতে মাথা ঠেকিয়ে।
আমরাও
  করলাম সবাই।

মনে মনে
আশীর্বাদ চাইলাম
ভগবানের কাছে

কি চাইলাম
তা জানিনে !

No comments:

Post a Comment