Tuesday, September 22, 2015

হিরণ্যগর্ভ ( এক )

ব্রহ্ম সচ্চিদানন্দ।

সচ্চিদানন্দ থেকেই
বিবেকানন্দের নাম
বিবেকানন্দ !

সগুণ ব্রহ্মের
চিৎ-তপস্ থেকে
সৃষ্ট এই বিশ্বচরাচর।

চিত্তের সৃষ্টিশক্তি দ্বারা
ব্রহ্ম নিজেকে
বিস্তারিত করেন !

চিৎ-তপস্
চিত্তের স্থিতিশক্তি।
সৃষ্টিশক্তি।

সেই বিস্তারের প্রথম ফল
সমষ্টিজীব বা বিশ্বজীব।
বেদান্তের ভাষায়
তা হিরণ্যগর্ভ।

হিরণ্যগর্ভ
পঞ্চভূত সৃষ্টি হবার আগেই
সৃষ্ট হয়েছিলেন।

পরবর্তিতে
হিরণ্যগর্ভ
পঞ্চভূতের সাথে
মিলিত হয়ে
প্রাণ সঞ্চারিত হয়ে
ব্যষ্টি জীবে
পরিণত হন।

No comments:

Post a Comment