সাধনমার্গ বহুবিধ।
হতে পারে তা জটিল
আয়াসসাধ্য বা অনায়াসলব্ধ।
নিবৃত্তি বা নিষেধ
সাধনার অঙ্গীভূত নয়।
চিন্তনে চিত্ত সঙ্গে থাকে
মননে মন সঙ্গে থাকে।
ত্যাগ করলে
ত্যাগী হয়ে যায়।
তাই নিষেধ নয়
চিন্তন মনন নয়
ত্যাগ নয়
যেমনটি আছেন
তেমনটি থেকে যান
নিশ্চুপ থাকুন
অন্তরে বাহিরে
নিশ্চুপ থাকাটা
সাধনার সহজ পথ।
( 'সহজ সাধনা'-র অনুবাদকের কথা অবলম্বনে লিখিত। )
হতে পারে তা জটিল
আয়াসসাধ্য বা অনায়াসলব্ধ।
নিবৃত্তি বা নিষেধ
সাধনার অঙ্গীভূত নয়।
চিন্তনে চিত্ত সঙ্গে থাকে
মননে মন সঙ্গে থাকে।
ত্যাগ করলে
ত্যাগী হয়ে যায়।
তাই নিষেধ নয়
চিন্তন মনন নয়
ত্যাগ নয়
যেমনটি আছেন
তেমনটি থেকে যান
নিশ্চুপ থাকুন
অন্তরে বাহিরে
নিশ্চুপ থাকাটা
সাধনার সহজ পথ।
( 'সহজ সাধনা'-র অনুবাদকের কথা অবলম্বনে লিখিত। )
No comments:
Post a Comment