Sunday, September 20, 2015

রসগোল্লা

একটা রসগোল্লা
যতক্ষণ চোখের সমনে
ততক্ষণ তা আশাব্যঞ্জক।

মুখে নাড়াচাড়া পড়লে
রস গড়িয়ে পড়ে
স্বাদ আর খাওয়ার মজা
মনে আনন্দ দেয়।
গলাধঃকরণ হয়ে গেলে
সে আনন্দ মাটি হয়ে যায়
পরে তা ত্যক্ত পদার্থে
পরিত্যক্ত হয়।

আশাই ব্যঞ্জনা রূপ
নিরাশা কুরূপ।

No comments:

Post a Comment