Wednesday, September 30, 2015

ঝুল

ঘরের ঝুল ঝাড়তে হলে
ঝুল পোকাগুলোকেও
মারতে হবে।
নইলে আবার
ঝুল
 ঝুলতে থাকবে।
কীট প্রেমিরা
শঙ্কিত হবেন।

কথায় কথায় এলো
ঝুল পোকা।

ভাল কথায়
উর্ণনাভ
কেউ কেউ ঊর্ণনাভ লেখেন।

ইংরেজিতে স্পাইডার।
সোজা বাংলায় মাকড়সা।
আবার কেউ কেউ
মাকসা বলেন।

মাকড়সার জালের সঙ্গে
সেঁটে থাকা  ধুলোবালি
ধোঁয়ার কালি
এই সব নিয়েই
ঝুল।

সারা বিশ্বে
মোটামুটি চল্লিশ হাজার প্রজাতির
মাকড়সা আছে।

 তাদের মধ্যে অল্প কিছু সংখ্যকই
মানুষের পক্ষে
বিপজ্জনক।

 বিষপূর্ণ  বিষাক্তকর।

No comments:

Post a Comment