Tuesday, September 29, 2015

আড়ি-ভাব

করলে আড়ি, কইলে নাকো কথা
তোমার আমার মাঝে কেন এমন নীরবতা ?
বেশ তো ছিলাম তুমি-আমি, বন্ধু ছিলাম বটে
জেনো জেনো অনেক সময় অমন ধারাই ঘটে--
খেলতে খেলতে ঝগড়া হল, তাতেই অভিমান
আড়ি করে কষ্ট পেল, বন্ধুহারা প্রাণ !

যাকগে যাকগে ওসব কথা,আর  নয়কো আর
ঝগড়া  বিবাদ  মিটিয়ে ফেলি, হিংসা যে যার যার !
অভিমানের মানদণ্ড, দিল মোদের খুব দণ্ড
নোয়াও, নোয়াই শির--
তোমার সাথে ভাব করতে আজ আমি অস্থির !

প্রথম কথা বলব আমি ?
তাতেই আমি রাজি--
আড়ি তুলে দেখাও এবার
ভাবের কারসাজি !

No comments:

Post a Comment