Friday, September 25, 2015

সদসৎযোনি

সৎ অসৎ বলে
কোনো বিষয় হয় না।
ও গুলো না আত্মার
না শরীরের গয়না!

মানুষ থেকে শুরু


তার উচ্চে


যত দেবতা
গন্ধর্ব
সিদ্ধ
অপ্সরা প্রভৃতি
যোনি আছে


সব সৎ যোনি।

মানুষের থেকে নীচে
পশু
পাখি
গাছ
লতা
 গুল্ম
রাক্ষস ইত্যাদি যোনি
অসৎ যোনি।

যার যে গুণে
বা যে কর্মে আসক্তি
তার কামনা বাসনাও
সেই হিসাবে
গড়ে ওঠে।

ভালো-মন্দ
উচচ-নীচ যোনিতে
পুনর্জন্মলাভ


গুণগুলোর সাথে
কর্ম
কামনা
বাসনার
আসক্তির
নিবিড় সম্পর্ক !

তবে
প্রশ্ন থেকে যায়

জীবনের প্রথম জন্ম কি
সৎ যোনিতে হবে ?
না অসৎ যোনিতে ?

ঈশ্বরের সিদ্ধান্ত
সে ক্ষেত্রে কি ভ্রান্ত ?
না অভ্রান্ত ?


* সূত্র -  তত্ত্ব-বিবেচনী, গীতা প্রেস *

 

No comments:

Post a Comment